স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদার প্রতিবেশীদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তারাদেবী ফাউন্ডেশন প্রাঙ্গনে (পান্না সিনেমা হল প্রাঙ্গন) এ ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পবিত্র রমজানের শেষ রোজা পর্যন্ত অর্থাৎ পবিত্র রমজান মাসের নাযাতের দশ দিনব্যাপী তারা দেবী ফাউন্ডেশন রোজাদার প্রতিবেশীদের মধ্যে এ ইফতার বিতরণ কর্মসূচি অব্যহত রাখবে।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির ঠিকাদার ওয়ায়েচ কুরুণী টিটো, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, চুয়াডাঙ্গা ৪নং নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, পান্না সিনেমা হলের ম্যানেজার আব্দুর রশিদ হিরা প্রমুখ।