স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলমগীর হোসেন জনি এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন এ কাজে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন তার বাল্যবন্ধুরা। মেডিকেল ক্যাম্প ঈদের পরদিন সোমবার দিনব্যাপী রোগী দেখা হয়। সাথে দেয়া হয় প্রয়োজনীয় ওষুধ।
আয়োজকদের মুখপাত্র রিংকু জোয়ার্দ্দার ও আশাদুল হক বটুল জানান, ডা. আলমগীর হোসেন জনি চুয়াডাঙ্গার সন্তান হিসেবে জেলার সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলমগীর হোসেন জনি ৬ শতাধিক রোগীকে চিকিৎসা দেন। এতে ট্রমা ও আঘাতজনিত সমস্যা, কোমর ও হাঁটুর সমস্যা, ঘাড় ও কোমর ব্যথা, হাড়ভাঙা, হাড় ক্ষয়, আথ্রাইটিস ও বাত ব্যথার চিকিৎসা দেয়া হয়।
প্রসঙ্গত গত ঈদুল ফিতরের পরেরদিনও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডা. আলমগীর হোসেন জনি। সে সময় তার সাথে পাঁচ সদস্যের চিকিৎসক দল রোগী দেখেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ