স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। টিসিবি প্যকেজের দাম ধরা হয়েছে ৫১০ টাকা। পণ্যগুলো হলো চিনি ২ কেজি, ডাল ১ কেজি, সোয়াবিন তেল ২ লিটার, পেঁয়াজ ২ কেজি। মোট পণ্য ডাল ৪০০ কেজি, চিনি ২০০ কেজি, পেঁয়াজ ৪০০ কেজি ও সয়াবিন তেল ৫০০ লিটার। চিনির কেজি ৫৫ টাকা, ডাল ৬০ টাকা, সোয়াবিন তেল ১১০ টাকা ও পেঁয়াজ ৩০ টাকা কেজি।
চুয়াডাঙ্গার মেসার্স জেড.এস এন্টারপ্রাইজের প্রোপাইটার জহুরুল ইসলাম বলেন, গত ৫ ডিসেম্বর থেকে টিসিবি’র পণ্য চুয়াডাঙ্গায় বিক্রি শুরু হয়েছে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সিএ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ