শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক কুইজ ও ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় ওই প্রতিযোগিতার আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে আয়োজিত ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এতে অংশ নেয় সদর উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি কলেজের শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, সহকারী প্রোগ্রামার অফিসার তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে। তাদের মাঝে বিজ্ঞানের চর্চা বাড়াতে হবে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ গড়ার কাজ করবে। সোনার বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরাই আগামীতে দেশ গড়ার কাজ করবে। সোনার বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে বিকেলে প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ৩টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
মুজিবনগরে যুবমহিলা লীগের কর্মীসভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ