স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয়পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহসভাপতি সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা জাতীয়পার্টির আতিয়ার রহমান, আলমডাঙ্গা পৌর জাতীয়পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাকির হোসেন, সাহাবুদ্দিন বিশ্বাস খোকন, দর্শনা পৌর জাতীয়পার্টির সভাপতি নুরুজ্জামান, আব্দুল লতিফ এলকেন, জীবননগরের মো. মুজিবুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা ওলামাপার্টির আহ্বায়ক ও আসন্ন আলুকদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী জুলফিক্কার আলী কলি প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি অ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে অদ্য সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের কমিটি গঠনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে জানানো হয়। ফলে আলমডাঙ্গা ১৫ মার্চ, ২০ মার্চ চুয়াডাঙ্গা সদর উপজেলা, ২৫ মার্চ দামুড়হুদা, ২৭ মার্চ জীবননগরে কমিটি গঠন করা হবে। সেই সাথে জাতীয় পার্টিকে শক্তিশালী বিরোধীদল হিসেবে চাঙ্গা করতে সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে জানানো হয়।
এছাড়া, আরও পড়ুনঃ