স্টাফ রিপোর্টার: বেতন বৈষম্য নিরসনে চতুর্থ দিনের মতো চুয়াডাঙ্গায় কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা অনুযায়ী সারাদেশে কর্মবিরতি পালিত হচ্ছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। উপস্থিত ছিলেন দাবি বাস্তবায়ন কমিটির জেলা সভাপতি স্বাস্থ্য পরিদর্শক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদরুজ্জামান লাভলু, হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক হাবিবুল হাসান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মিল্টন বিশ্বাস প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, সারাদেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার, শনিবার ও গতকাল রোববারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।
কর্মবিরতি পালনকালে উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রনির উপস্থাপনায় উপস্থিত ছিলেন সোহাগ হোসেন, হামজারুল ইসলাম, আসাদুজ্জামান, মহাবুল ইসলাম, শামসুজ্জামান রতন, আনিসুর রহমান, সকিরদ্দিন, মজনুর রহমান, অহিদুজ্জামান, সোহেলী সোনিয়া, নার্গিস পারভীন, রুহুল আমীন, মাহমুদুল্লাহ, আব্দুর রাজ্জাক, প্রদীপ কুমার চৌধুরী, পারভেজ আলী, সাম্মি আক্তার, কামরুন্নাহার, শামসুল হক, মহাসিন আলী, সৈয়দ আক্তার হোসেন, তপতি, খাইরুল ইসলাম, আব্দুস সামাদ, জামসেদ, শামীমা নাসরিন, নুর আব্দুল্লাহ, মিজানুর রহমান, আব্দুল মান্নান, ওয়ায়েসুর, মোস্তাফিজুর, আব্দুস সামাদসহ সকল স্বাস্থ্য কর্মীরা। ২৯ নভেম্বর রোববার সারাদেশের ন্যায় স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি পালনে যোগ দিতে যাওয়ার সময় স্বাস্থ্য সহকারী হাশেম আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। একইদিনে কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য সহকারী আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ভর্তি করা হয়। ৪র্থ দিনের কর্মবিরতি শেষে স্বাস্থ্য সহকারী হাশেম আলী ও আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনা করে দোয়া কামনা করেন।
এছাড়া, আরও পড়ুনঃ