স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি রেলগেটে পৌঁছুলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তবে সুন্দরবন ট্রেনটি আটকা পড়লেও একাধিক লাইনের কারণে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাকশি থেকে ঘটনাস্থলে একটি বিকল্প ইঞ্জিন পৌঁছুলে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সুন্দরবন এক্সপ্রেস। এদিকে টানা ৩ ঘণ্টা ২০ মিনিট আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।
রেলগেটে দীর্ঘক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকায় চুয়াডাঙ্গা-বেলগাছি-মাখালডাঙ্গা-দীননাথপুর-গাইটঘাট-কুকিয়া চাঁদপুর গ্রামের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে। গরমে ট্রেনের যাত্রীদের যেমন হাসফাস করতে দেখা গেছে অপরদিকে রাস্তা বন্ধ হওয়ায় কয়েক গ্রামের মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে৷ অনেকেই ট্রেন ছেড়ে সড়ক পথে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন ত্যাগ করে খুলনার উদ্দেশ্যে রওনা হয় সুন্দরবন ডাউন ট্রেনটি। এসময় স্টেশন এলাকা পার হতে গেলেই বিকল হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। সেখানেই আটকে যায় যাত্রবাহী এ ট্রেন। প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট ধরে একই স্থানে দাঁড়িয়ে থাকে ট্রেন। পাকশী থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে পৌঁছানোর পর সেটি সংযোজন করা হয়। পরে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি। তবে এ ঘটনায় অন্যান্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।