স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে কেরাত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, ইসলামি ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রতিযোগিতাটি ক, খ, গ তিনটি বিভাগে ভাগ করা হয়। এর মধ্য প্রথম থেকে পঞ্চম শ্রেণি ক গ্রুপ, ষষ্ঠ থেকে দাখিল বা সমমান পর্যন্ত খ গ্রুপ এবং আলিম হতে তদূর্র্ধ্ব পর্যন্ত গ গ্রুপে ভাগ করা হয়। তিনটি গ্রুপে বিজয়ী সর্বমোট ২৭ জন প্রতিযোগিকে পৃরস্কৃত করা হয়। এর আগে জেলার পাঁচটি থানা থেকে প্রতিযোগিতার মাধ্যমে ৩টি গ্রুপ হতে কেরাত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ৯জন করে সর্বমোট ৪৫ জনকে জেলা পর্যায়ে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।