স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তন ও ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশ প্রাকৃতিকভাবেই ঝুঁকিপূর্ণ দেশ। খরাসহ জলবায়ু পরিবর্তনের সংকটজনিত প্রভাবের শিকার হওয়ার অত্যন্ত উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলোর মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম। জলবায়ু পরিবর্তন ও খরার কারণে চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকার কৃষি ও পরিবেশের ওপর ইতিমধ্যেই বিভিন্ন ধরণের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। এমতাবস্থায় কৃষিতে খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় করণীয় নির্ধারণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ওয়েভ ট্রেনিং সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ‘রিসো’ বাস্তবায়িত ‘কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প (চাষাবাদ)’র আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিটিজেন অ্যাডভাইজরি টিমের আহ্বায়ক অ্যাড. নওশের আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ও সিটিজেন অ্যাডভাইজরি টিমের সদস্য অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। পরিচয় পর্বের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়। এরপর সিটিজেন অ্যাডভাইজরি টিম কর্তৃক সংগৃহীত তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। সিটিজেন অ্যাডভাইজরি টিম, স্থানীয় বিশেষজ্ঞ ব্যক্তি, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে এমন স্থানীয় সংগঠন, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও কৃষকদের সাথে পৃথক পৃথক সাক্ষাৎ, আলোচনা, মতবিনিময়, এফজিডি, সরেজমিনে পরিদর্শন ইত্যাদির মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করেন। অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কৃষিতে খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সমস্যা ও করণীয় বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রাপ্ত তথ্য উপাত্ত ও অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে করণীয় নির্ধারণে পরবর্তীতে একটি সুপারিশমালা তৈরি করা হবে। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক অ্যাড. মানিক আকবর, শাহ আলম সনি, জামান আখতার, কামরুজ্জামান সেলিম, জিসান আহমেদ, শেখ লিটন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান এবং কৃষক জোট ও সিটিজেন অ্যাডভাইজরি টিমের সদস্যবৃন্দ। কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন শাহেদ জামাল ও রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট
সরোজগঞ্জে কৃষিযন্ত্র চালনা মেরামত ও রক্ষণাবেক্ষণের ওপর যন্ত্রচালক ও মেকানিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.