স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় কৃষক হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ডাকবাংলা চত্বরে জেলা কৃষক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি তহিদুর রহমান চন্দন। প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের যুগ্মসম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু। প্রচার সম্পাদক মহাসিন রেজা, দফতর সম্পাদক, রাকিব আহমেদ জনি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রশিদ মাসুম, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-মহিলা সম্পাদক ঝরনা খাতুন, এমদাদুল হক বাবু, সদর থানা কৃষকলীগের আহ্বায়ক, আব্দুল মতিন দুদু, শেখ মিলন আহাম্মেদ শাহীন, আলম জমির আলী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারি আকতারুজ্জামান শান্তি।