চুয়াডাঙ্গায় কালের কণ্ঠ শুভসংঘের আবৃত্তি প্রতিযোগিতা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেলে শিশু পরিবারের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা ছয়জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশ নেয়া প্রত্যেককে দেয়া হয় শান্তনা পুরস্কার। আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দুটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ক গ্রুপ এবং সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খ গ্রুপ। দুটি গ্রুপ থেকে মোট ২৩ শিক্ষার্থী আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জামান আখতার ও চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান আলী। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মিম খাতুন, একই ক্লাসের শিক্ষার্থী মিনা খাতুন দ্বিতীয় ও হিরা খাতুন তৃতীয় স্থান অধিকার করে। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে একাদশ শ্রেণির শিক্ষার্থী সামসুন নাহার, দ্বিতীয় স্থান অধিকার করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আফরোজা আক্তার ও তৃতীয় স্থান অধিকার করে ৮ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠ শুভসংঘের সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক রোম্মানা বিলকিস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার কলের কণ্ঠ শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মানিক আকবর ও চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শাহজাহান আলী। অনুষ্ঠানের শেষপর্বে পুরস্কার বিতরণ করা হয়। দুটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা ছয়জনকে দেয়া হয় শিশুদের উপযোগী ছড়া গ্রন্থ। অংশ নেয়া অন্যদের দেয়া হয় শিশুদের উপযোগী ছড়া, গল্প ও কবিতার সংকলন এবং একটি করে শিশু পত্রিকা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More