ডিঙ্গেদহ প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ৪-১০ জুন বুস্টার ডোজ সপ্তাহ ক্যাম্পেইন ২০২২উপলক্ষে টিকা গ্রহণে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণামূলক মাইকিং কর্মসূচীর উদ্বোধন করা হয়। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় ডিঙ্গেদহ বাজারে এ কর্মসূচীর উদ্বোধন করেন শঙ্করচন্দ্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত মাহামুদ। এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সংস্থার (পাস) নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, উদীচী জেলা শাখার সহ-সভাপতি আব্দুস ছাত্তার, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন বিশ^াস খোকন, ডিঙ্গেদহ বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী হাজি আনোয়ার হোসেন। এডাবের সহযোগিতায় পাস শঙ্করচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়ন, কম্প্যাক্ট সরোজগঞ্জ এলাকা, রিসো প্রত্যাশা আত্মবিশ^াস চুয়াডাঙ্গা পৌরসভা, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা ভালাইপুর গোকুলখালী, সততা দামুড়হুদা, উষা জীবননগর উপজেলায় মাইকিং করে। মাইকিংয়ে আগামী ১০ জুন পর্যন্ত দ্বিতীয় ডোজ গ্রহণকারী সকলকে টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।