স্টাফ রিপোর্টার: সরকারের পদত্যাগ, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগে অংশগ্রহণের আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গায় লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় শহরের বড় বাজারে জেলা যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে। গতকাল জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে, ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে জনসাধরাণকে উদ্বুদ্ধ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সভাপতি তানভীর আহমেদ মাসরিকী, সাধারণ সম্পাদক ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জায়েদ মো. রাজীব খানসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.