স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইজিবাইক চুরি করে পালানোর সময় আসাদুল নাামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরতলীর দৌলতদিয়াড়ে এ ঘটনা ঘটে। গতকাল রাতেই ইজিবাইক চালক হাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। আটককৃত আসাদুল (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার মৃত বাদশার ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে , গতকাল সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা জোয়ার্দ্দারপাড়ার ওমর আলীর ছেলে ইজিবাইক চালক হাফিজুর রহমান শহতলীর দৌলতদিয়াড় প্রান্তে ব্রিজের ওপর ইজিবাইক রেখে পাশের দোকানে সিগারেট নিতে যান। সিগারেট নিয়ে ঘুরে দেখেন তার ইজিবাইক নিয়ে পালিয়ে যাচ্ছে একজন। এ সময় হাফিজুরের চিৎকারে স্থানীয়রা ইজিবাইকসহ আটক করে ওই চোরকে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ইজিবাইকসহ ওই চোরকে আটক করে থানা হেফাজতে নেয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই চোর জানায় তার নাম আসাদুল। তিনি চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত বাদশার ছেলে। এ ঘটনায় রাতেই হাফিজুল বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান বলেন, ইজিবাইকসহ ওই চোরকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালক মামলা দায়ের করেছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।