চুয়াডাঙ্গায় আরসিসি ঢালাইকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী = আপনাদের কাজ বুঝে নেয়ার দায়িত্ব আপনাদেরও
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাসপাতাল সড়কের ট’বাজার থেকে ঈদগাহ সড়ক পর্যন্ত আরসিসি ঢালাইকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। ট’বাজারের ইছাহাক আলীর হোটেলের সামনে থেকে পৌর ঈদগাহ রোড পর্যন্ত সড়কটির ঢালাইকাজ নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্প-২ এর অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় হবে।
উদ্বোধন শেষে পৌর মেয়র বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি অনেক রোগীও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাস্তাটির অনেক জায়গায় ভেঙে যাওয়ার কারণে সকলের চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এখন গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন অবকাঠামোর অর্থায়নে এ রাস্তাটি নির্মাণ কাজ হচ্ছে। পৌর কর্তৃপক্ষ কাজের সঠিক মান অবশ্যই বুঝে নেবে। পৌর কর্তৃপক্ষের সাথে সাথে কাজটি বুঝে নেয়ার দায়িত্ব আপনাদেরও। কারণ ভালো মন্দের ফল আপনারাই ভোগ করবেন। এ রাস্তাতেই এর আগে ড্রেনের কাজ হয়েছে, তখন এলাকার স্থানীয় বাসিন্দা হিসেবে আপনারা অনেক সহযোগিতা করেছেন। নিজেদের কাজ নিজেরা ঠিকাদারের কাছ থেকে বুঝে নিয়েছেন। যার সুফল এখন আপনারা ভোগ করছেন। এ ড্রেনটি আপনাদের হাটুপানি জমে থাকা থেকে বাচাচ্ছে। আশা করি, এ রাস্তাটির কাজও আপনারা বুঝে নিবেন। ইট ফেলা থেকে শুরু করে ঢালাই দেয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ দেখে-শুনে বুঝে নিবেন। এতে উন্নত সেবা পাবেন। কাজে ত্রুটি পেলে আমাকে গোপনে জানাবেন। আমি ব্যবস্থা নিবো। পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, আপনারা সচেতন নাগরিক। আপনাদের দায়িত্ব পৌরসভার বাসিন্দা হিসেবে পৌর কর্তৃপক্ষকে সহযোগিতা করা। পৌরসভা আপনাদের, তাই পৌরসভার কাজগুলো বুঝে নেয়ার দায়িত্বও আপনাদের। এসময় তিনি উপস্থিত সকলকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, সাবেক সদস্য ইমদাদুল হক সজল, ঠিকাদার মুক্তার হোসেন বিশ্বাস, স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ, মহিদুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।