স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গা পৌর এলাকার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার অডিটোরিয়ামে এ সামগ্রী দেয়া হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। বক্তব্য রাখেন প্যানেল মেয়র সুলতানা আন্জু রতœা, সচিব কাজী শরিফুল ইসলাম প্রমুখ। পরে আনুষ্ঠানিকভাবে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুনা শারমিন শশি ও চুয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাস হোসেন মন্টুর হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন।
এ সময় প্রধান অতিথি জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান সরকার খুলে দিয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে আমাদের বাচ্চাদের পাঠদান করাতে হবে। সেই দিকটা খেয়াল রাখতে হবে। পৌরসভার পক্ষ থেকে ছোট পরিসরে আমাদের এ উদ্যোগ। যাতে ছাত্র-ছাত্রীরা এ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারে। অনুষ্ঠানে পৌরসভার টিকাদান সুপার ভাইজার আলী হোসেনসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দেশি ২৩২ লিটার মদসহ দুজন আটক করেছে র্যাব
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ