চুয়াডাঙ্গায় আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
সভাপতি মুনতাজ সাধারণ সম্পাদক মামুন অর রশিদ
স্টাফ রিপোর্টার: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২১-২৩ সম্পন্ন হয়েছে। গত শনিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মুনতাজ আলী ও সাধারণ সম্পাদক পদে মামুন অর রশিদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে যুগ্ম সম্পাদক, সহসম্পাদক, প্রচার সম্পাদক ও কার্যকরী সদস্য পদে প্রত্যেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী জানান, মোট ২২ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এরমধ্যে সভাপতি পদে দুজন, সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে দুজন, সাংগঠনিক সম্পাদক পদে দুজন এবং কোষাধ্যক্ষ পদে দুজন প্রতিদ্বন্দ্বী করেন। নির্বাচনে যুগ্ম সম্পাদক, সহসম্পাদক, প্রচার সম্পাদক ও কার্যকরী সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি মুনতাজ আলী ঘোড়া প্রতীক নিয়ে ৮১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিন উদ্দিন হারিকেন প্রতীকে পেয়েছেন ৪৪৪ ভোট। সহসভাপতি পদে পিরু মিয়া বাইসাইকেল প্রতীকে ৫৮৯ ভোট, ওহিদ উদ্দিন মাছ প্রতীকে ৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং পরাজিত প্রার্থী আলী আকবর বাঘ প্রতীকে পেয়েছেন ৩৬৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মামুন অর রশিদ ছাতা প্রতীকে ৭৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং একই পদে কোরবান আলী ট্রাক প্রতীকে ৫০১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হোসেন আনু বালতি প্রতীকে ৬৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং একই পদে লালন বিশ্বাস চেয়ার প্রতীক ৪১৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন খোকা কলস প্রতীকে ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং একই পদে শরিফুল ইসলাম দোয়াত কলম প্রতীকে ২৮১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন যুগ্ম সম্পাদক পদে মিজানুর আরফিন, সহসম্পাদক পদে হাফিজুর রহমান শান্ত, প্রচার সম্পাদক পদে আলা উদ্দিন আলা, কার্যকরী সদস্য পদে তহিদুল ইসলাম, সোহেল, নবিন ম-ল, টিটন, শহিদুল ইসলাম, শান্তি মিয়া, ডাবলু ও জনি মিয়া। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশন ছিলেন অ্যাড. আবু তালেব বিশ্বাস ও অ্যাড. এমএম মনোয়ার হোসেন সুরুজ।