স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আধা কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার জাফরপুর বনবিভাগের সামনে থেকে তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদের আদালতে সোপর্দ করা হয়। আটককৃত দুজন হলেন চুয়াডাঙ্গা সাতগাড়ির মৃত খেদের আলীর ছেলে কাওছার মণ্ডল (৫০) ও সদর উপজেলার হানুরবারাদি গ্রামের মুসা হক আলীর ছেলে মঙ্গল ম-ল (৪৫)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম সদর উপজেলার জাফরপুর বনবিভাগের সামনে অভিযান চালান। এসময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক থেকে আটক করা হয় চুয়াডাঙ্গা সাতগাড়ির মৃত খেদের আলীর ছেলে কাওছার ম-ল ও সদর উপজেলার হানুরবারাদি গ্রামের মুসা হক আলীর ছেলে মঙ্গল ম-লকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫শ’ গ্রাম গাঁজা। গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।