স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়া মনিরামপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার আত্মবিশ্বাসের উদ্যোগে মনিরামপুরস্থ বিশ্বাস বাড়িতে ‘মানুষ মানুষের জন্য’ সেøাগানে শীতার্ত মানুষের মাঝে ৫শ কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আত্মবিশ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারিভাবে এমন উদ্যোগ নিলে এই শীতে চুয়াডাঙ্গার কেউ কষ্টে থাকবে না। আত্মবিশ্বাস শুধু ঋণ কার্যক্রম পরিচালনা করে না, তারা আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আজকের এই অনুষ্ঠান তার প্রমাণ। আশা করছি আত্মবিশ্বাস সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও কাজ করে যাবে। আজকের এই শীতবস্ত্র বিতরণের বিশাল আয়োজন সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্মবিশ্বাস’র নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ ইকতিয়ার উদ্দিন রানা, প্রতিষ্ঠানের পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আক্কাস আলী ও সহকারী পরিচালক (মাইক্রোফাইনাব্দ) একেএম হাসানুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আত্মবিশ্বাস সংস্থার প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও মানব সম্পদ কর্মকর্তা শাহ আলম আলো।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ