চুয়াডাঙ্গায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে জেলা প্রশাসককে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ আমিনুল ইসলাম খানকে সবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমিতির চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, উপদেষ্টা সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, এসএস ইস্রাফিল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সমিতির কোষাধ্যাক্ষ মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে লটারির মাধ্যমে বিনোদন হিসেবে শ্রেষ্ঠ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।