স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ হোসেন জোয়ার্দ্দার অলক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হকপাড়ার নিজবাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। গতকালই রাত সাড়ে ১২টার দিকে জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়েছে।
পারিবারিকসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হকপাড়ার মাসুদ হোসেন জোয়ার্দ্দার ওরফে অলক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি ঢাকা থেকে চিকিৎসা নিয়েও ফিরেছেন তিনি। অলোক জোয়ার্দ্দার গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজবাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর।
অলোক জোয়ার্দ্দারের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী ও বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মহান জাতীয় সংসদের সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। শোক প্রকাশ করেছেন জেলা, পৌর, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, মাসুদ হোসেন জোয়ার্দ্দার অলক ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ কর্মী ও সমাজসেবক। তার মৃত্যুতে ওয়ার্ড আওয়ামী লীগই নয়, জেলা আওয়ামী লীগেও অপূরণীয় ক্ষতি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তিনি আরও বলেন, পরম করুণাময় আল্লাহতায়ালা যেন অলোক জোয়ার্দ্দারকে জান্নাতবাসী করেন-আমিন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ