এবার নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ
দর্শনা অফিস : চুয়াডাঙ্গা হিজলগাড়ি বাজার পরিচালনা কমিটি নিয়ে বিরজমান দ্বন্দ্বের অবসান ঘটেছে। এবার প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত দিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ি বাজার। এ বাজারের শুরুটা ঠিক কত বছর আগে তার সঠিক হিসাব কেউ দিতে না পারলেও বহু পুরানো বাজার হিসেবে বেশ পরিচিতি রয়েছে। বছর ২৫ আগে থেকে হিজলগাড়ি বাজার পরিচালনা জন্য শুরু হয় কমিটি গঠন। সে থেকেই নির্ধারিত মেয়াদে বাজারের কমিটি গঠনের মাধ্যমে ব্যসায়ীদের পরিচালনা করা হচ্ছিলো। ২০১৭ সালে গঠিত কমিটির বিরুদ্ধে ব্যবসায়ীদের নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে ২০২০ সালের জানুয়ারি মাসে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী মফিজ উদ্দিনকে সভাপতি ও তরুণ সমাজসেবক সাইফুল আযম মিন্টুকে সাধারণ সম্পাদক মনোনীত করে ঘোষনা দেয়া হয় পূর্ণাঙ্গ কমিটি। এ কমিটির সঠিক কার্যক্রমে ঈর্শ্বান্বিত হতে থাকে কেউ কেউ। দেশে করোনা পরিস্থিতিতে স্বাস্থবিধি মেনে চলা সহসবধরণের পরামর্শে কমিটির প্রতি সন্তুষ্ট প্রকাশ করে ব্যবসায়ীরা। এরই মধ্যে রাতারাতি গুটি কয়েক ব্যবসায়ীকে নিয়ে ঘোষণা দেয়া হয় পাল্টা একটি কমিটি। ওই কমিটিতে সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক করা হয় ইউসুফ রানাকে নির্বাচিত করা হয়। এ নিয়ে হিজলগাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে মতদ্বন্দ্বের সৃষ্টি হয়। দিনদিন পরিস্থিতি ঘোটালে হতে থাকে। এ ব্যাপারে সাইফুল আযম মিন্টু জানান, বর্তমান পরিস্থিতি কোনো জটিলতা চাচ্ছি না। ফলে কমিটির পদ-পদবী নিয়েও আমার কোনো খায়েশ নেই। সঠিকভাবে বাজারের ব্যবসায়ীদের পরিচালনা করার ক্ষেত্রে আমার সার্বিক সহযোগিতা বরাবরের মতোই থাকবে। যে কারণে আমি স্বইচ্ছা এ পদ থেকে সরে আগামী যেকোনভাবে কমিটি গঠন হোক তা চাচ্ছি। সে মোতাবেক ইতিমধ্যেই আহ্বয়ক কমিটি গঠন করা হয়েছে। এ দিকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে আবু জিহাদ জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আহ্বায়ক কমিটির অধীনে অচিরেই নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায়ীদের।
এছাড়া, আরও পড়ুনঃ