স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেয়েছেন মেসার্স সৌদি অটোর স্বত্বাধিকারী সামসুল আলম বাবু। গতকাল শুক্রবার সকাল ৯টায় যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট’র সম্মেলন কক্ষে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে সামসুল আলম বাবুকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেসার্স সৌদি অটোর স্বত্বাধিকারী সামসুল আলম বাবুর হাতে চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ ভ্যাটদাতার সম¥াননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও যশোর কাস্টমস, এক্সাইজ ও আপিলাত ট্রাইব্যুনালের সভাপতি ডা. মো. শহিদুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ ভ্যাটদাতার সম¥াননাপ্রাপ্ত সামসুল আলম বাবু তার অনুভূতি প্র্রকাশ করে বলেন, ‘এই সম্মাননা আমাদের জন্য বিশেষ গৌরবের এবং অনুপ্রেরণার। আমি মনে করি এই সম¥াননা শুধু আমার একার নয়, এই সম¥াননা চুয়াডাঙ্গা জেলাবাসীর, মেসার্স সৌদি অটোর সকল ক্রেতাসাধারণ ও সৌদি অটোর সকল কর্মকর্তা কর্মচারীরও বটে।’ এ সময় তিনি সেরা ভ্যাটদাতার সম্মাননা পাওয়ায় চুয়াডাঙ্গা জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মেসার্স সৌদি অটোর সকল কর্মকর্তা কর্মচারীকে শুভেচ্ছা জানান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ