চুয়াডাঙ্গার সিনেমাহলপাড়ায় কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ সংবর্ধিত 

টেবিল ল্যাম্পের আলোই হবে আলোকিত সমাজ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার সিনেমাহল পাড়ার দক্ষিণ মহল্লাবাসীর পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন। স্থানীয় জোল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মো. মফিজুর রহমান। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির সোবহান আলী, আলাউদ্দিন, বাদল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, আজিজুর রহমান, আব্দুল মান্নান, মো. কেয়ামুদ্দিন, রাকিব হাসান, হৃদয় হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কাউন্সিলর কামরুজ্জামান চাঁদকে ফুলেল সংবর্ধনা প্রদান করে স্থানীয় যুবসমাজ। একই সাথে সমাজকে আরও আলোকিত করে গড়ে তুলতে আলোর প্রতিক হিসেবে তার নির্বাচনী প্রতিকের প্রজ্জ্বলিত টেবিল ল্যাম্প উপহার দেন এলাকার সুধী সমাজ। অনুষ্ঠানে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক কামরুজ্জামান চাঁদ বলেন, সিনেমা হল পাড়া দক্ষিণ মহল্লার বাসিন্দা সকলেই আমার প্রাণের মানুষ। শুধু ৫ বছরের জন্যই নয়, যতদিন বেঁচে আছি, ততদিনই সুখে-দুখে আপনাদের পাশে থাকতে চায়। সেই সাথে অবহেলিত ৯ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমার নির্বাচনী প্রতিক ছিলো টেবিল ল্যাম্প। আপনারা আজ আমাকে একটি প্রজ্জলিত টেবিল ল্যাম্প উপহার দিয়েছেন। এই টেবিল ল্যাম্পের আলো দিয়েই সমাজকে আরও আলোকিত করে গড়ে তুলবো। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনিক, রিয়াদ, সাকিব, সোহান, আলামিন, শিমুল, রমজান, রাতুল, আলিফ, ইমনসহ স্থানীয় যুবসমাজ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More