স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সিঅ্যান্ডবিপাড়ায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এসময় অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে জিপু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে একদিন উন্নত দেশে পরিণত হবে। গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা পৌর এলাকায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। আশা করছি আগামী বছরে চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রায় সব রাস্তায় ঠিক হয়ে যাবে। আপনাদের এ রাস্তাটিতে জলাবদ্ধতার সমস্যা ছিলো। অল্প পানিতেই রাস্তা ডুবে যেতো। রাস্তা হয়ে গেলে এ সমস্যা আর থাকবে না। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জমান, ঠিকাদারি প্রতিষ্ঠান মিলন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, ইমরান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।