সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে সরোজগঞ্জ বোয়ালিয়ার সবুজ হোসেনকে ১৯পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা হয়েছে মামলা।
পুলিশসূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সরোজগঞ্জ সাহেবনগর নবগঙ্গা নদীর ব্রিজের ওপর থেকে চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া হাঠৎপাড়ার আসমান আলীর ছেলে সবুজ হোসেনকে (২৫) ১৯পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সবুজ হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় কুতুবপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।