চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারের জাহানারা এন্টার প্রাইজের মালিক শফিকুল ইসলাম মিলনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১৫ দিনের মধ্যে সকল চাল বিক্রির নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা নির্বাহী অফিসার শামীম ভুইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আদালতকে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, আইনাল হক ও সরোজগঞ্জ ক্যাম্পের এএসআই আলমগীর হোসেনসহ সরোজগঞ্জ ক্যাম্পের একদল পুলিশ।