সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা সহকারী পরিচালক সজল আহম্মেদ। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জ বাজারে দুটি মুদি দোকান, একটি ওষুধ ফার্মেসী ও পোল্ট্রি ফিডের দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে ৪টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় সরোজগঞ্জ বাজারে চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ইমন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৩৭/৩৮ ধারায় ৩হাজার ও আদর্শ পোল্ট্রি ফিডের ৩৮/৫১ ধারায় ৩ হাজার টাকা ও তুলি এন্টার প্রাইজ ৩৮/৫১ ধারায় এক হাজার টাকা ও রেন্টু স্টোর ৩৭/৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৪ দুটি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সবাইকে সরকার নির্ধারিত ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেয়া হয়। সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযান চলা কালে সহযোগিতায় ছিলেন সরোজগঞ্জ ক্যাম্পের এ,এস আই জাহিদ হাসান ও তার সঙ্গীও ফোর্স।