চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ক্যাম্পের উন্নয়নকাজের পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ক্যাম্পের উন্নয়নমূলক কাজের সরজমিনে পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কুমার। গতকাল রোববার সকাল ১১টার দিকে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সরজমিনে হাজির হয়ে ক্যাম্পে নিজস্ব ওয়াশ রুম না থাকায় অসুবিধা হচ্ছিলো। তার আলোকে তিনি ওয়াস রুমের জায়গা নির্ধারণ করেন, নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়া ক্যাম্পের ব্যারাকের সিলিং কাজ করা হবে সেই মর্মে আইসি বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন সরোজগঞ্জ বাজার কমিটির উপদেষ্টা হাজি সামসুল আলম, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজি মজিবর রহমান, বিশিষ্ট মাছ চাষি আক্কাচ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুল ইসলাম, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর শিকদার মতিয়ার রহমান, টুআইসি এসআই তাইফুজ্জামান, এএসআই আলমগীর হোসেন, দৈনিক মাথাভাঙ্গার সরোজগঞ্জ প্রতিনিধি জিয়াউর রহমান প্রমুখ।
ডেস্ক/ইউএম/জেআর০৪১০