চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় কিরোনগাছিতে এ আয়োজন করা হয়। সভাপতিত্বে করেন শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী ও ইউপি সদস্য লিটন শেখ ওরফে টিটন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি সমন্বয়কারী ও কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপি কমিটি গঠন প্রতিনিধি আবুল কালাম আজাদ, শঙ্করচন্দ্র ইউনিয়ন সমন্বয়কারী কমিটির সদস্য আনোয়ার হোসেন ইংরেজ, আশরাফ উদ্দিন রুবেল, সাইফুল ইসলাম, রুহুল আমিন পচা, আবুল কাশেম, ওবাইদুল হক, খোরশেদ আলম, তাজুল ইসলাম তাজু, শহিদুল ইসলাম, ইদ্রীস আলী, হোসেন আলী, রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নাজমুল শাকিবসহ আইন বিষয়ক সম্পাদক রাফিদ জামান, রাকিব হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান, যুবদল নেতা আরিফ হোসেন, ইলিয়াজ হোসেন, মিনারুল ইসলাম, টোকন মিয়া, টুটুল হোসেন, বেল্টু মিয়া, মানোয়ার হোসেন, ইমরান কবির, আকালে, সাহেব আলী, আহম্মদ ঝড়–, জামাত আলী, শাহাজান আলী, ডা. আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী আব্দুল মান্নান। অনুষ্ঠান শেষে আবু মোসাকে সভাপতি, শহিদুল ইসলামকে ১নং সহসভাপতি, হোসেন আলীকে সাধারণ সম্পাদক, শাহাজান আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়।