পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা মোর্তুজাপুরে নির্বাহী অফিসারের নির্দেশে চেয়ারম্যানের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে এ বাল্যবিয়ে বন্ধ করেন ৩নং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোর্তুজাপুর গ্রামের কামাল হোসেনের মেয়ে স্কুলপড়–য়া চুমকি খাতুনকে (১৫) কুতুবপুর গ্রামের সোহাগ নামের এক যুবকের সাথে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করেছিলো কনের পিতা। এ বাল্যবিয়ের বিষয়টি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার জানতে পারেন। নির্বাহী অফিসার শামীম ভূইয়া বাল্যবিয়েটি বন্ধের নির্দেশ দেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিককে। চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক ও ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় ইউপি সদস্য ইলাহি ম-লকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।
এ বিষয়ে ৩নং কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক জানান, সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বাল্যবিয়ের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল মোর্তুজাপুর গ্রামে কনের বাড়িতে যায় এবং বাল্য বিবাহটি বন্ধ করি। তিনি আরও জানান, আমার ইউনিয়নে কোনো বাল্যবিয়ে দেয়া যাবে না।
এ বিষয়ে সিন্দুরিয়া ক্যাম্পর ইনচার্জ এসআই মাজহারুল ইসলাম জানান, আমি ওসি স্যারের নির্দেশে কুতুবপুর ইউনিয়নের ইউপি সচিবকে নিয়ে মোর্তুজাপুর গ্রামের এক বাল্যবিয়ে বন্ধের উদ্দেশ্যে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ছেলে-মেয়ের বিয়ে আগেই সম্পন্ন হয়ে গেছে। বিবাহের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা কাগজপত্র নিয়ে উপস্থিত হন। ছেলে-মেয়ের জন্ম নিবন্ধনের বয়স সঠিক আছে, তবে ইউপি সচিব বলেন তাদের নিবন্ধনকৃত কাগজপত্র অনলাইনে প্রমাণসহ পাওয়া যায়নি।