স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সদর উপজেলার মাছেরদাইড় ও কাথুলি এলাকায় অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় একটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
জানাগেছে, গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ সদর উপজেলার মাছেরদাইড় এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালান। সেখনে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রয়ের দায়ে মেসার্স ইত্যাদি স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কাথুলি বাজারে মাছ ও সবজির দোকান পরিদর্শন করেন সজল আহম্মেদ। এসময় কয়েকটি অসামঞ্জস্য দাড়িপাল্লা জব্দ করে তা নষ্ট করা হয় এবং সবাইকে ডিজিটাল স্কেল ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।