স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মরহুম বেলায়েত হোসেন নসু ড্রাইভারের পরিবারের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন খুলনা ৯৫৭/৯২। গতকাল রোববার চুয়াডাঙ্গা রেল বাজারস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নসু ড্রাইভারের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক মো. আরিফ শেখ, সিনিয়র সহ-সভাপতি আইনাল হক, সহ-সভাপতি মেহের আলী, সহ-সাধারণ সম্পাদক আ. সামাদ রকিব, ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক বাপ্পি হোসেন, লাইন সম্পাদক কায়েস, প্রচার ও দপ্তর সম্পাদক সোহেল হোসেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সংগঠনের দাতা সদস্য আজগার উদ্দিন মুন্না, বেলায়েত হোসেন ড্রাইভারের বড় ভাই মোহাম্মদ এনায়েত হোসেন মল্লিক মাসুম, বেলাল হোসেনের ছেলে মঞ্জুরুল আক্তার পিয়াসসহ সংগঠনের নির্বাহী সদস্যগণ। সংগঠনের পক্ষ থেকে মরহুম বিলায়েত হোসেন নসু ড্রাইভারের পরিবারের হাতে মানবিক সাহায্য হিসেবে নগদ ২০ (বিশ) হাজার টাকা প্রদান করা হয়। উল্লেখ্য মরহুম বেলায়েত হোসেন নসু ড্রাইভার ছিলেন এই সংগঠনেরই প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল কাদির মল্লিক, ফেলটু ড্রাইভারের মেজো ছেলে। চুয়াডাঙ্গা রেল পাড়ার বাসিন্দা বেলায়েত হোসেন নসু ড্রাইভার তারই বাবার প্রতিষ্ঠিত সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।