স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাতিকাটা ম-লপাড়ার মাদক ব্যাবসায়ী লিটন আলীকে গাঁজাসহ আটকের পর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে তাকে এক বছরের কারাদ- ও অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। সাজাপ্রাপ্ত লিটন আলী (৪৫) সদর উপজেলার হাতিকাটা গ্রামের ম-লপাড়ার মওলা ম-লের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম সদর উপজেলার হাতিকাটা গ্রামে অভিযান চালান। এ সময় হাতিকাটা ম-লপাড়ার মাদক ব্যাবসায়ী লিটন আলীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদ- ও দুইশ টাকা অর্থদ- প্রদান করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত লিটনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।