স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বাটিকাডাঙ্গায় ইমামকে নিয়ে মিথ্যা দোষারোপ করার অভিযোগে গ্রামের দক্ষিণ পাড়ার মুসল্লী ও জনগণ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর এক প্রতিবাদ সভার আয়োজন করে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের বাটিকাডাঙ্গা দক্ষিণপাড়ার ইমাম হযরত আলীকে গ্রামের কতিপয় ব্যক্তি সাংবাদিককে ভুল তথ্য সরবরাহ করে তার মানহানীর চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত মসজিদের সকল কার্যক্রম বন্ধ থাকার পরে আমরা মসজিদে নতুন ইমাম নিয়োগ করে চালু করি। এক শ্রেণির খারাপ প্রকৃতির লোকজন সাংবাদিককে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায়। যারা বক্তব্য দিয়েছেন তাদের সাজিয়ে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায়। মূলত তাদের ব্যবসা ও আয়ের পথ বন্ধ হবার কারণে এ কাজ করিয়েছে। ওই অভিযোগের কারণে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে গ্রামের লোকজন বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। এ সময় মসজিদ কমিটির সকল সদস্যসহ গ্রামের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।