সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় পাঁচমাইল বাজারে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্বে করেন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম শেখ। প্রধান অতিথি ছিলেন পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ন কবির বনফুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইকরামুল হোসেন জান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, খোকন মল্লিক, জাহাঙ্গীর, হারুন, সাংগঠনিক সম্পাদক বিপুল হোসেন, আবুল বাসার, আমান হোসেন, জাহাঙ্গীর আলম, অর্থ বিষয়ক সম্পাদক মমিন মিয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশিদ, আজিম জোয়ার্দ্দার, ৪নং ওয়ার্ড সহসভাপতি রাশেদ আলী, যুগ্মসম্পাদক ইসরাফিল হোসেন, আলি হোসেন, মামুন, নাজমুল হোসেন, নিশান, কাজল, আশিক, লিটন, আরশাদ, সুজন, রাজন, শাহিন, মহিলা বিষয়ক সম্পাদিকা রুমা খাতুন প্রমুখ।