চুয়াডাঙ্গার নেহালপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এমপি টগর

সোনার বাংলা গড়তে হলে সকলকে উন্নয়নে অংশ নিতে হবে

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় এবং রাস্তার কাজে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল শনিবার সকাল হতে দুপুরঅবধি এক কোটি ১৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা ব্যায়ে নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৮৮১ টাকা ব্যায়ে হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭২ লাখ ৪৮ হাজার ৫৫৯ টাকা ব্যায়ে ডিহিকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৩ লাখ ৩৫ হাজার ৯৬৬ টাকা ব্যায়ে নেহালপুর স্কুল মাঠ বটতলা বিসি রাস্তা হতে আলম মল্লিক হাউজ রাস্তার উন্নয়ন, ৯৮ লাখ ৫৪ হাজার ১৬০ টাকা ব্যায়ে দোস্ত হাট থেকে চাঁদপুর রাস্তা উন্নয়ন ও ১ কোটি ১২ লাখ ৫৯ হাজার ৮৯৯ টাকা ব্যায়ে নেহালপুর হালদারপাড়া পাকা রাস্তা হতে কুঁকিয়াচাঁদপুর রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন আলী আজগার টগর। হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আ.লীগ সরকার মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি করে না। প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। বর্তমান করোনা পরিস্থিতিতেও সরকার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে সকলকে একসাথে কাজ করতে হবে। তাই নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে দলের স্বার্থে এক কাতারে দাঁড়াতে হবে। আমি আ.লীগের একজন কর্মী হিসেবে আপনাদের সেবা করে জীবনের বাকি সময়টুকু পার করতে চাই। আমি যখন প্রথম মনোনয় নিয়ে এলাকায় আসি তখন মানুষ আমার কাছে খাবার চাইতো। এখন মানুষ খাবার চাই না। উন্নয়ন চাই। বিগত দিনের কোনো সরকার যে কাজগুলো করেনি বর্তমান সরকার ক্ষমতায় এসে গৃহহীনদের গৃহ নির্মাণ, কৃষিতে ভর্তুকি, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিধবাভাতা, বয়স্কভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিএফ, ভিজিডি, চিকিৎসা ব্যবস্থা, ভিক্ষুক মুক্তকরণ, মানুষের মাথাপিচু আয় বৃদ্ধি, রিজার্ভ বৃদ্ধি, চাকরিজীবীদের সুযোগ সুবিধায় বাস্তবিক উন্নয়ন করেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী অমিতাভ সাহ, নেহালপুর ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক মোবারক হোসেন, যুগ্ম-আহ্বায়ক হামিদুল্লাহ, আব্দুল ওয়াহেদ, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি শুকুর আলী মিয়া, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আজম মিন্টু, আ.লীগ নেতা মিজানুর রহমান, কাজি শরিয়ত, ফারুক হোসেন, আলী হোসেন মাস্টার, মতিয়ার রহমান, শাহিন আহম্মেদ, আব্বাচ আলী, শ্রী বিশ্বজিত কুমার সাহা, হাফিজ সরকার, আনারুল ইসলাম, শহিদুল কাজি, হাশেম গাজি, আতিয়ার রহমান, ডাক্তার কামাল হোসেন প্রমুখ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More