স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নূরনগর কলোনিপাড়ার মাদকসেবী আব্দুস সামাদকে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শহরের হকপাড়া থেকে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে চার মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ৭টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা শহরের হকপাড়ায় অভিযান চালান। এ সময় পৌর ঈদগাহের সামনে থেকে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ নূরনগর কলোনিপাড়ার মৃত একসেদ ম-লের ছেলে আব্দুস সামাদকে (৪৭) আটক করা হয়। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুস সামাদকে চার মাসের কারাদ- প্রদান করেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। পরে গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, আব্দুস সামাদ নূরনগর কলোনিপাড়ায় ভাড়া বাসায় থাকে। তার স্থায়ী ঠিকানা পৌরএলাকার বুজরুকগড়গড়ি এলাকায়।