বেগমপুর প্রতিনিধি: দর্শনা থানা পুলিশ চুয়াডাঙ্গার দোস্ত আমতলা মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে গাঁজাসহ ডিঙ্গেদহ হানুরবাড়াদির গাজির উদ্দিনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করেছে পুলিশ।
দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুবুর রহমান কাজলের নির্দেশে এসআই সুমন্ত বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে মাদক বিরোধী অভিযান চালায় চুয়াডাঙ্গার দোস্ত আমতলা মোড়ে। এসময় পুলিশ বাদলের আখক্ষেতের ভেতর থেকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন ডিঙ্গেদহ হানুরবারাদি কাজি পাড়ার আমিরুল ইসলামের ছেলে গাজির উদ্দিনকে (৩০)। পুলিশ গ্রেফতারকৃত গাজির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ আদালতে সোপর্দ করেছে।