চুয়াডাঙ্গার দিগড়ি গ্রামে আগুনে পুড়ে হতদরিদ্র মাবুদের মৃত্যু
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দিগড়ি মাদরাসাপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে দিনমজুর মাবুদ হোসেন। গত রোববার দুপুর ২টার দিকে নিজবাড়িতে অগ্নিকা-ের ঘটনায় তার মৃত্যু হয়। দিনমজুর মাবুদ হোসেন (৩৫) দিগড়ি মাদরাসাপাড়ার আক্কাস ম-লের ছেলে।
জানা গেছে, রোববার দুপুর ২টার দিকে রান্নাঘরে আগুন লাগে। সাথে সাথে আগুন ধরে যায় রান্নাঘরের পাশেই থাকা তালগাছে। এসময় তালগাছে রস কাটছিলেন দিনমজুর মাবুদ। মুহূর্তেই তালগাছে আগুন ধরে যায়। সেইসাথে আগুনে পুড়ে মারা যান মাবুদ। হতদরিদ্র মাবুদ হোসেনের তিন বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। এদিকে স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী চামেলি খাতুন। সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আবেদন জানানো হয়েছে।