তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা তিতুদহ বাজারের হতদরিদ্রের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে ১০ টাকা কেজি চালের অনিয়মের অভিযোগ উঠেছে। ৩ বছর পূর্বে মৃত ব্যক্তির নামে ১০ টাকা কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ডিলার সাজ্জাদুর রহমান ঝন্টুর বিরুদ্ধে। গত ৮ জুন তথ্যসূত্রে কার্ডধারী ১, ২ নং ৩ বছর পূর্বে মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির স্বজনরা সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন।
মৃত মোছা. জরিনা খাতুন, স্বামী ছানোয়ার হোসেন, কার্ড নং-১৭৯, মৃত জাহার আলী, পিতাঃ উম্বাত আলী, কার্ড নং-১৮১, মৃত-মাজেদা খাতুন, স্বামী জালাল উদ্দিন কার্ড নং-১৩৮। উভয়ের গ্রাম বড়সলুয়া, ডাকঘর তিতুদহ, উপজেলা ও জেলা চুয়াডাঙ্গা ও মৃত- হায়দার আলী, পিতাঃ মৃত-আজগার ম-ল, কার্ড নং- ৬৫২, গ্রাম হুলিয়ামারী, ডাকঘর তিতুদহ, উপজেলা ও জেলা চুয়াডাঙ্গা। এই চার ব্যক্তি ১,২ ও ৩ বছর পূর্বে মৃত্যুবরণ করেন। কিন্তু ডিলার মোঃ সাজ্জাদুর রহমান চেয়ারম্যান/মেম্বার থেকে মৃত সনদ উপজেলা নির্বাহী অফিসার কিংবা জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে জমা প্রদান করেনি। এমনকি মৃত ব্যক্তিদের নাম খাদ্যবান্ধব কর্মসূচি তালিকা থেকে বাতিল করেনি। উল্লেখিত নম্বরের কার্ডগুলি নতুন করে হত দরিদ্রের মাঝে বরাদ্দ করাও হয়নি। শোনা যাচ্ছে উক্ত নামের কার্ডের চাল নিজে আত্মসাৎ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই দাবি করেছেন ভুক্তভোগীসহ সচেতন মহল। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার ভুলটিয়ায় সর্প দংশনে স্কুলছাত্রের মৃত্যু : শোকের মাতম
এছাড়া, আরও পড়ুনঃ