চুয়াডাঙ্গার তালতলায় গুরু স্বরণী দিবস উপলক্ষে সাধু সমাবেশ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা কুঠিপাড়ায় ৮ তম গুরু স্বরণী দিবস উপলক্ষে সাধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় নওয়াব আলী শাহ’র কীর্ণ কুঠিরে এ সাধু সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবুল হোসেন, তালতলা বাউল কল্যাণ সংস্থার উপদেষ্টা সামসুল আলম পিন্টু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দিন ফকির ও সম্পাদক মুসলিম উদ্দিন (জুড়ন শাহ)। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অটোবাইক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক সাজু মিয়া, যুবলীগ নেতা আলো, শেখ সেলিম, ফারুক, রতন, আলামিন, মামুনসহ স্থানীয় এলাকাবাসী।