বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের ডিহি গ্রামের মৃত তাহের ম-লের ছেলে বিশিষ্ট সমাজসেবক হাজি আমির হোসেন আর নেই (ইন্নালিল্লাহে…..রাজিউন)। গত রোববার সন্ধ্যার দিকে স্টোক জনিত কারণে তার শাররিক অবস্থার অনতি হলে ভোরের দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। গতকাল সোমবার সকাল ৬টার দিকে হাসপাতালেই তার মৃত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ওপেনহার্ট সার্জির রোগী ছিলেন। মৃতকালে তিনি সহধর্মিনী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। গতকালই বাদ আছর তার নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন কার্যসম্পন্ন করা হয়। আমির হোসেন সাবেক ইউপি সদস্য ও চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল হক মাসুমের পিতা। মাসুম বলেন, বংশের মাথার ওপর একটি বটবৃক্ষ দাড়িয়ে ছিলো। আপনারা তার অন্যায় অপরাধগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে মাফ করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ