স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কোর্ট রোডের বিশিষ্ট টাইলস ব্যবসায়ী শ্যামল কুমার নাথ খোকন এহকাল ত্যাগ করেছেন। গতকাল সোমবার বিকেলে তিনি চুয়াডাঙ্গার সনো সেন্টারে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শশ্মানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের টাইলস ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
শ্যামল কুমার নাথ চুয়াডাঙ্গা জেলা শহরের পুজোতলা মাস্টারপাড়ার বাসিন্দা ছিলেন। ভিজে স্কুল- কোর্ট রোডে টাইলস মেলা নামে প্রতিষ্ঠান খুলে সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হন। সোমবার বিকেলে ইসিজিসহ প্রয়োজনীয় ডায়াগনসিস করার জন্য সনো সেন্টারে নেয়া হয়। বিকেলেই তিনি মৃত্যুর কোলে ঢুলে পড়েন। স্বর্গীয় হন। এ খবর ছড়িয়ে পড়লে শহরের টাইল ব্যবসায়ীসহ পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে শ্যামল কুমার নাথ স্ত্রী, দু’কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ব্যবসায়ী শ্যামল কুমার নাথ খোকনের প্রতি সম্মান জানাতে এলাকার টাইলস ব্যবসায়ীরা আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত দোকান বন্ধ রাখবেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ