চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নে ৯৯০ পিস ইয়াবাসহ আটক ৩
গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে গড়াইটুপি ব্রিজ মোড়রাস্তা থেকে পুলিশ আটক করেছে। ক্যাম্প সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা দর্শনা থানার অন্তর্ভুক্ত তিতুদহ ক্যাম্প ইনচার্জ এস আই আনোয়ারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার বেলা দেড়টার দিকে ৪/৫জন লোক গড়াইটুপি মোড় দিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ৩জনকে ধরে তাদের দেহ তল্লাশি করে ৯৯০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতরা হলেন জেলার জীবননগর থানার মেদেনিপুর গ্রামের মনিরুদ্দিনের ছেলে হাকিম(২৯) একই গ্রামের সামাদ আলির ছেলে হাসিবুর (২৮) ও সিংহনগর গ্রামের সামসুদ্দিনের ছেলে ওয়াসিম (২৭)। এ বিষয়ে দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবীর জানান, আটককৃতদের গতকাল বিকালেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।