গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপিতে গভীররাতে জুয়ার আসর থেকে টাকা ও তাদের ব্যবহৃত স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে। এ সময় জুয়াড়িদের ফেলে ২৪০ টাকা ও ৪ জোড়া স্যান্ডেল ফেলে পালিয়ে যায়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার গড়াইটুপি গ্রামের নদীর ধারে বাঁশবাগানের মধ্যে জুয়ার আসর বসায় স্থানীয় কয়েকজন যুবক। প্রতিদিনের মতো খেলার সময় ছাইদুর রহমানের ছেলে লালচাদ তার ভাই রাজিব হোসেন খেলার অভিযোগে তাকে বার বার সতর্ক করলেও কথা না শোনার কারণে তাদের ধাওয়া করলে একই গ্রামের মৃত গাজুর ছেলে রাশিদুল, নবীর ছেলে জুয়েল, ইবাদতের ছেলে মাসুদ জুয়ার আসর থেকে নগদ টাকা ও স্যান্ডেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তিতুদহ ক্যাম্পের এএসআই ইদ্রিস আলী উপস্থিত হয়ে টাকা ও স্যান্ডেল উদ্ধার করেন।
এদিকে স্থানীয়রা জানিয়েছে রাশেদুল এই জুয়ার আসরের প্রধান হোতা। তার নেতৃত্বে প্রতিনিয়ত জুয়ার আসর বসায়।
লালচাদ জানায়, আমার আপন ভাইকে বার বার নিষেধ করার পরেও কোন কর্ণপাত না করার কারণে আমি নিজেই তাদের ধাওয়া করে জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করে নিয়ে আসি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ