গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা তিতুদহের গোলাপনগর ঈদগাপাড়ের মাঠে বিএডিসির সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ড্রাগ অয়েল নির্মাণ কাজের সরঞ্জাম সিমেন্টের সøাপ তুলতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোলাপনগর ঈদগাপাড়ার মৃত আকবার মন্ডলের ছেলে হারুন অর রশিদ স্থানীয় ঈদগাতলা মাঠে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প বিএডিসি কুষ্টিয়ার আওতায় ড্রাগ অয়েল স্থাপনের কাজ শুরু করে। ওই কাজের জন্য প্রস্তুত করা হয় ৮২ টি সিমেন্টের সøাপ। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা বিএডিসির (ক্ষুদ্রসেচ) সহকারী প্রকৌশলী খালেদা ইয়াসমিন, উপ সহকারী প্রকৌশলী হালিম শেখ ঈদগামাঠের সিমেন্টের সøাপ অন্যত্র নিয়ে যাবার জন্য আসলে ভুক্তভোগীদের সাথে তোপের মুখে পড়ে ও বাক বিতর্ক শুরু হয়। পরে স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মীর মেজবাহ্ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভুক্তভোগীর ছেলে সদর উপজেলার নির্বাহী অফিসার শামীম ভূইয়াকে বিষয়টি জানালে আলোচনা করে সমাধান করার আশ্বাসে বাঁধা প্রদান থেকে সরে আসেন ভুক্তভোগীরা। এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে জানান, আমাদের প্রকল্পের পাশেই দানেছ নামের একজন এই প্রকল্পের কাজ করেছে। কিন্তু ঝামেলার কারনে আমাদের কাজটা হচ্ছে না। এজন্য বাঁধা দিয়েছি। আমরা ইউএনও স্যারের সম্মানার্থে সøাপ তুলতে দিয়েছি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ