চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে এমএ রাজ্জাক খান রাজ

এ ধরনের উন্নত মানের টেকসই কাজ করলে পৌরবাসী উপকৃত হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে এ রাস্তার কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইওয়ান-মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক এমএ রাজ্জাক খান রাজ। এসময় তিনি বলেন, আমাদের এ এলাকায় জিপু চৌধুরী মেয়র হওয়ার পর বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ হয়েছে এবং কিছু চলমান রয়েছে। আমি দেখেছি প্রত্যেকটা কাজই টেকসই এবং ভালো মানের হচ্ছে। এ ধরনের উন্নত মানের টেকসই কাজ করলে পৌরবাসী উপকৃত হবে এবং দীর্ঘদিন এর সুফল ভোগ করবে। আমি এ এলাকার বাসিন্দা হিসেবে মেয়রকে ধন্যবাদ জানায়।
এসময় জিপু চৌধুরী বলেন, আপনাদের এ এলাকার উন্নয়ন কাজের সুফল আপনারাই বেশি ভোগ করবেন। মনে রাখবেন কাজের মান খারাপ হোক, ভালো হোক দুটোর ফলই আপনারা ভোগ করবেন। তাই আমরা যেমন কাজের মানের সাথে আপোষহীন, আশা করি আপনারাও আমাদের সাথে সাথে কাজের মান বুঝে নেবেন।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর শেফালি খাতুন, সেভেন ওয়ান গ্রুপের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল লতিফ খান যুবরাজ, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, ঠিকাদার মুক্তার আলী বিশ্বাস প্রমুখ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More