গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গিরিশনগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারের মেসার্স মা মেডিসিন সেন্টারের মালিক বিকাশ কুমারকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৬ হাজার টাকা, মেসার্স মায়ের আশীর্বাদ স্টোরকে একই আইনের ৩৮ ধারায় ১ হাজার, মেসার্স শরিফ ফার্মেসিকে ৫১ ধারায় ২ হাজার, মেসার্স শিশির ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। সহযোগিতায় ছিলেন তিতুদহ ক্যাম্পের উপ সহকারী পুলিশ পরিদর্শক ইদ্রিস আলীসহ সঙ্গীয় ফোর্স।