লাবলু রহমান: চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন আগামী ৫ই এপ্রিল। নির্বাচনকে ঘিরে এলাকার চায়ের দোকানগুলো সরব। নানামুখী আলোচনা সমালোচনা চলছে। যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি করতে স্বপ্ন দেখছেন অভিভাবকবৃন্দ। দুটি প্যানেল থেকে ১০ প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকে যার যার মত লবিং ও ভোটারদের সাথে মতবিনিময় করতে দেখাগেছে। এদিকে এই নির্বাচনকে সামনে রেখে দুটি প্যানেলের নেতৃত্বাধীন ব্যক্তিরা মাঠ গরম করতে ব্যস্ত। অপরদিকে এলাকায় ফুরফুরে মেজাজে রয়েছে অভিভাবক মহল। খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা পর্ষদ ২০২৩ গঠনে সাধারণ অভিভাবক সদস্য পদে (হরিণ) প্রতীক পেয়েছেন আরিফ বিল্লাহ্, (আনারস) আশরাফ আলী, (গরুর গাড়ি) কামাল হোসেন, (ফুটবল) প্রতীক পেয়েছেন রবিউল ইসলাম এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে উম্মে কুলসুম (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে (ছাতা) প্রতীক পেয়েছেন আজিজুর রহমান, (মোরগ) মোমিনুর ইসলাম, (মই) সাইফুল ইসলাম, (বাই সাইকেল) সোহেল রানা এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফেরদৌসি খাতুন (মাছ) প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন (২০২৩) প্রিজাইডিং অফিসার বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত পত্রে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন। উল্লেখ্য, আগামী ১ এপ্রিল শনিবার সাধারণ অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে।